আত্মবিশ্বাস নিয়ে এদেশে বসবাস করুন ॥ প্রধানমন্ত্রী

Slider জাতীয়

 

 

1445387952_2

 

 

 

 

বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী প্রথমে ‘জাতীয় মন্দির’ ঢাকেশ্বরী মন্দিরে যান। পরে শেখ হাসিনা পরিদর্শন করেন রামকৃষ্ণ মিশনের পূজামন্ডপ।
ঢাকেশ্বরী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এ মাটিতে জন্ম নিয়েছেন। আপনারা এ মাটির সন্তান। আপনারা এ মাটিতে বসবাস করেন।’
‘ধর্মবর্ণ নির্বিশেষে সকলে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছেন। সে রকম আত্মবিশ্বাস নিয়েই বসবাস করবেন।’
ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় শিশুরা।
রামকৃষ্ণ মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন তিনি। সেখানে বক্তব্যের শুরুতেই হিন্দু ধর্মের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুশি। আমি প্রতিবছরই আসি। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে।’
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পূজা কমিটি।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার।’
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সকল ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করেছি।’
দেশে সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক এ প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন, ‘মানবতার জয় হোক এটাই আমাদের কামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *