টাঙ্গাইলে বিকল ট্রাক সরাতে গিয়ে ট্রাকচাপায় বিবিএ কর্মী নিহত

Slider ফুলজান বিবির বাংলা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতুতে বিকল হয়ে যাওয়া ট্রাক সরাতে গিয়ে অপর একটি ট্রাকের চাপায় আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজকে শুক্রবার (২৪ই এপ্রিল) ভোরে সেতুর ৩০নং পিলালের কাছে এই ঘটনা ঘটেছে।

আর এই বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল কাদের (৩৫) বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা বিবিএর পেট্রোলম্যান হিসেবে কর্মরত ছিলেন। আর তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারকলশিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ওসি কাজী আইয়ুবুর রহমান জানিয়েছেন, “ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের ৩৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। আর খবর পেয়ে পেট্রোলম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করতে যায়। কিন্তু এ সময় ৩০ নম্বর পিলারের কাছে সেতুর ওপরে থাকা লোহার ডিভাইডার সরিয়ে বিকল হওয়া গাড়িটি সরানোর সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী ট্রাক কাদেরকে চাপা দিয়ে চলে যায়।”

এরপরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *