কালিগঞ্জে বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

ছবি( কালিগঞ্জে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ)

গাজীপুর: ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রডি জাতের বীজ বিতরণ করেছে কালিগঞ্জ কৃষি অফিস।

বৃহসপতিবার(১৪ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই বীজ বিতরণ অনুষ্ঠান হয়।

কালিগঞ্জ কৃষি অফিস সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো (হাইব্রিড) বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ইউসুফ হাবিব, উপজেলা মৎস্য অফিসার আবু সামা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, কালীগঞ্জের বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, দুই হাজার কৃষকের মধ্যে প্রত্যেকে দুই কেজী করে বীজ পেয়েছেন। বীজের মধ্যে এলএল৮এইচ ও লালতীর-৪ রয়েছে। কালিগঞ্জ উপজেলার পৌরসভা এবং বাহাদুরসাদী,তুমুলিয়া ও নাগরী ইউনিয়নে ২০০ জন করে, জামালপুর, জাঙ্গালিয়া বক্তারপুর ও মোক্তারপুর ইউনিয়নে ৩০০ জন করে কৃষক বিনামুল্যে বীজ পেয়েছেন। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের(উফশী জাত) সমলয় চাষাবাদ(সাইনক্রোনিজ কাল্টিবেশন) এর আওতায় ১৫০ জন কৃষকের মাঝে ৬০০ কেজি বীজ বিতরণ করা হয়েছে। তাছাড়া ৫০ একর জমির মাঝে চুপাইর, কালিগঞ্জ ও গাজীপুর সদরে তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ২৮ হাজার ২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ হাজার ৪৯৫ মেট্রিক টন। ১ হাজার ৪২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হবে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৫ হাজার ৫০০ মে: টন। আর আসন্ন বোরো মৌসুমে ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান চাষ করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস।কালিগঞ্জ উপজেলায় কালিগঞ্জ পৌরসভা ও ৭টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হলো, মোক্তারপুর, বক্তারপুর, জাঙ্গালিয়া, নাগরী, তুমুলিয়া, বাহাদুরসাদী ও জামালপুর। এসব এলাকায় মোট আবাদী জমির পরিমান ১৫ হাজার ৩৩০ হেক্টর। ২৮ হাজার ২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা উফসী ১২ হাজার ৬০ মে: টন: ও স্থানীয় ৪৩৫ মে: টন। আসন্ন বোরো মৌসুমে ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান চাষ করা হবে। শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার ৫০০ মে: টন। সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ২৪৫ হেক্টর আর ১হাজার ৪২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হচ্ছে।

কালিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় সরিষার ক্ষেত্রে প্রণোদনা পেয়েছেন ৬০জন, গম ৩০জন, পেঁয়াজ ৬০ জন, মুগ ডালে ৩০ জন ও মাসকলাইয়ে পেয়েছেন ১০০ জন কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *