‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার জানাজাও ঠিকমতো দিতে পারব না’

Slider রাজনীতি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না। কয়েক দিন আগে একজন বিশিষ্ট আলেম দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা নিয়ে কী করল? হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের নেত্রীর কিছু হলে আমার শতভাগ শঙ্কা তার জানাজা আমরা ঠিকমতো দিতে পারব না।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজ শুক্রবার বিকেলে পদযাত্রা শুরু হওয়ার আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে দলটি।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই, তিনি কোনো অন্যায় করেন নাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে করতে এতদূর এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার পদত্যাগ চাই, এই সংসদের বিলুপ্ত চাই।’

তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ যদি অশান্তি করতে চায় তাদেরকে জবাব দেওয়া হবে। পুলিশ দেখলে পালানো যাবে না। হাঁতুরি বাহিনী মাঠে নামলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার অধিকার আমাদের আছে।’

গয়েশ্বর বলেন, ‘আমরা অনেক রক্ত দিয়েছি। অনেকে প্রাণ দিয়েছে। অনেকে জেলখানায় গেছেন। সবকিছুর হিসেব নেওয়া হবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে। হাসিনার পতন মানে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *