রাতুল মন্ডল
শ্রীপুর অফিস: জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার নামক স্থানে এক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০টি ঘর পুঁড়ে গেছে। আগুন নিয়ন্ত্রন করছে ফায়ার সার্ভিিসের দুটি ইউনিট। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার(২৪ আগষ্ট) রাত পৌনে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জৈনাবাজার এলাকার জনৈক রফিকুল ইসলামের বাড়িতে প্রায় ৫০টি রুমে পোষাক শ্রমিকেরা ভাড়ায় থাকেন। হঠাৎ করে একটি ঘরে আগুন জ্বলে উঠে। এরপর আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়। সংবাদ পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রন শুরু করে।
রাত সাড়ে ৯টায় শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।