তারেক রহমান ও তার পিএস সহ ৩২বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

Slider বাংলার মুখোমুখি

sp

 

 

 

গাজীপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পিএস লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্তকৃত সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে  মঞ্জুরুল আহসান রনি সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
এটি তারেক রহমানের বিরুদ্ধে গাজীপুর আদালতে প্রথম কোন মামলার অভিযোগপত্র।

মঙ্গলবার(২৫ আগষ্ট) সকাল ১১টায় গাজীপুর জেলা পুলিশেরে সম্মেলন কক্ষে এক সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুলিশ সুপার মোঃ হারুনর রশীদ মামলার যৌক্তিকতা তুলে ধরেন।

পুলিশ জানায়, নাশকতার একটি তদন্তাধীন মামলায় তদন্ত শেষে অর্থদাতা হিসেবে তারেক রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই কাজে সহযোগীতা করেছেন তারেক রহমানের ব্যাক্তিগত সহকারী লুৎফর রহমান বাদলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

মামলার বিবরনে বলা হয়,  ২০১৫ সালের ২১ জানুয়ারী গাজীপুর সদর থানার মনিপুর এলাকায় তfরেক জিয়ার মোড় নামক স্থানে  ২০দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে একটি বাসে  অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।  ওই ঘটনায় বিষেশ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা  হয়। তদন্ত শেষে অভিযোগপত্রে মোট ৩২জনকে আসামী করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা  জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *