বিশ্ব ইজতেমা ময়দানে মুসলধারে বৃষ্টি

Slider গ্রাম বাংলা
Exif_JPEG_420

: আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর মুসলধারে বৃষ্টি পড়ে। এর আগে বুধবার মধ্যে রাতেও এক দফা হালকা বৃষ্টি হয়।

সরেজমিন ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লীদের মধ্যে উদ্বেক উৎকন্ঠা দেখা দেয়। ময়দানের বাইরে থাকা মুসল্লীরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সন্ধা ছয়টা ৫২ মিনিটে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় মুসল্লীরা দুর্ভোগে পড়ে যায়। সন্ধ্যা সাতটায় মুসলধারে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির সময় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বৃষ্টির মধ্যে ভিজেই বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

ইজতেমা ময়দানে কর্তব্যরত তিতাস গ্যাস কর্মকর্তা মফিজ মিয়া জানান, বৃষ্টিতে সমস্যা হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *