গাজায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়াল

Slider সারাবিশ্ব


অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। সেই সাথে আহত হয়েছে আরো ৬৬ হাজার ১৩৯ জন।

বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার শিশুরা মারাত্মক পানি সঙ্কটে
মারাত্মক পানি সঙ্কটে আছে দক্ষিণ গাজার শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের মাত্র ২ শতাংশ বা তারও কম পানি পাচ্ছে তারা।

জানুয়ারিতে তারা প্রতিদিন মাত্র দেড় থেকে ২ লিটার পানি পেয়েছে। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১০০ লিটার পানির কথা বলছে।

গত ৯ অক্টোবর ইসরাইল গাজা অবরোধ করার পর থেকে সেখানে খাবার ও পানি সরবরাহ হ্রাস পেয়েছে।

যদিও পরে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে ইসরাইল।

বাস্তুচ্যুতি, ভিড় ও নিরাপদ পানির অভাবে বাড়ছে রোগব্যাধি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গাজায় বাড়ছে রোগব্যাধি। এর কারণ হিসেবে তারা বলছে, বাস্তুচ্যুতি, ভিড় ও নিরাপদ পানির অভাব।

এক এক্স পোস্টে ডব্লিউএইচও জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল, খান ইউনিস এবং রাফাহর স্বাস্থ্যকেন্দ্র এবং ক্লিনিকগুলোতে এখন ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং তীব্র জন্ডিসের মতো রোগের পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার সরঞ্জাম রয়েছে।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *