টঙ্গীতে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ উভয় পক্ষে আহত আট

Slider গ্রাম বাংলা

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের তুরাগ নদীর পাড়ে সান্দার পাড়া নামক স্থানে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল চারটায় দিকে তুরাগ নদীর পাড়ে ভরান মাজার বস্তির সান্দার পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পোস্টার ছেঁড়া নিয়ে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে৷ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। ঘটনার সাথে সাথে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকারের দাবী, ট্রাক প্রতীকের কর্মীরা নৌকার পোস্টার ছিঁড়ে ফেলতে শুরু করলে বাঁধা দেয়া হয়। এসময় ট্রাকের সমর্থকরা তাদের ছয়জন কর্মীকে আহত করে। ছয়জনের মধ্যে দুই জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকীরা শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি।

আহত নৌকার সমর্থকেরা হলেন, ফিরোজ মিয়ার ছেলে শ্যমল মিয়া(২৩), শরীফ মিয়ার ছেলে পলাশ (১৮) মৃত ফজলুর রহমানের স্ত্রী সাহিদা বেগম(৬২, ) শরিফ মিয়ার স্ত্রী শবনম (৩৭), । আবুল মিয়ার মেয়ে টিয়া মিয়া (২০), আরমানের মেয়ে নুপুর (২৭)।

ট্রাক সমর্থক ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব আজহার বেপারী জানান, নৌকার কর্মীরা ট্রাকের প্রচারনায় হামলা করে তাদের দুই কর্মীকে ছুড়িকাঘাতে গুরুতর আহত করেছে। দুই জনকেই আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ট্রাক প্রতীকের আহত সমর্থকরা হলেন, মোহাম্মদ আলীর ছেলে ফারক(৩৮) ও শাহ জালালের ছেলে লাল চান মিয়া (৩২)।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ( ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *