দেশকে অস্বাভাবিক সরকারের হাতে তুলে দেয়ার যড়যন্ত্র চলছে : কাদের

Slider বাংলার মুখোমুখি


বাংলাদেশকে আবারো ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক সরকারের হাতে তুলে দেয়ার যড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি অসহযোগ, তাই বাংলার জনগণ তাদের সাথে অসহযোগ করবে। বিএনপি প্ল্যান করছে খাজনা দিবে না, ট্যাক্স দিবে না। তাদের কথা শুনে ঘোড়াও হাসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দিবে না।’

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এলাকার ভোটারদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভয় পাবেন না। নির্বাচন করতে হবে। না হলে আমাদের সংবিধানের ধারবাহিকতা থাকে না। যদি নির্বাচন চান তবে দলে দলে এসে সকাল-সন্ধ্যা ভোট দিবেন। জনগণের সাথে, ভোটারদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না। নির্বাচনে যারা বাধা দিবে তারা আইনি ব্যবস্থার মুখোমুখি হবে।’

বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে নেই বলে এখানে খেলোয়াড় নেই। ১৮৯৬ জন খেলোয়াড আছে। ফাইনাল খেলা হবে আগামী ৭ জানুয়ারি। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘বিএনপি পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে। অবরোধে কাজ হয়নি, অবরোধ ভুয়া। অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “এখন লন্ডন থাকে ‘হাওয়া ভবনের চোরা’। হাওয়া ভবনের ওই অর্থ পাচারকারী, চোরা, সেও বলে ট্যাক্স দিবে না। সাহস থাকে তো আস বাংলার রাজপথে মোকাবেলা কর। টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা! বিএনপিতে দণ্ড ছাড়া কি কোনো ভালো মানুষ নেই? খালেদা জিয়া দণ্ডিত, তার পরিবর্তে তারেক রহমান দণ্ডিত। দণ্ডিত ব্যক্তি মানে দুর্নীতিগ্রস্ত। এ নেতার পেছনে কারা থাকবে?”

এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *