গাজীপুরে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, সব আসনেই আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রতিটি আসনেই আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

মঙ্গলবার(২৮ নভেম্বর) গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই সংবাদ জানা গেছে।

সংগ্রহকৃত মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, গাজীপুর-১ আসনে গণফ্রন্টের মো: আতিকুল ইসলাম, তৃনমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: সফিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মো: কামরুল আহসান সরকার রাসেল, আওয়ামীলীগের আকম মোজাম্মেল হক, স্বতন্ত্র মো: নূরে আলম সিদ্দিকি, জাতীয় পার্টর এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান, জাকের পার্টির মো: মানিক সরকার, স্বতন্ত্র মো: রেজাউল করিম।

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী সাতজন হলেন, স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মো: জয়নাল আবেদীন, জাকের পার্টির রীনা রহমান, ন্যাশনাল পিপলস পার্টির কাজী হাসিবুর রহমান রাব্বী, বাংলাদেশ আওয়ামীলীগের জাহিদ আহসান রাসেল, স্বতন্ত্র মো: মেহেদী হাসান বিপ্লব ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ডা: সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার।

গাজীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতালীগের মো: আ: রহমান, জাসদের মো: জহিরুল হক মন্ডল বাচ্চু, স্বতন্ত্র মো: জামিল হাসান, জাকের পার্টির মো: আলাউদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের রুমানা আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো: জয়নাল আবেদীন দপ্তরী ও স্বতন্ত্র ইকবাল হোসেন সবুজ।

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র সামসুল হক, জাকের পার্টির জুয়েল কবির, বাংলাদেশ আওয়ামীলীগের সিমিন হোসেন রিমি ও স্বতন্ত্র আলম আহমেদ।

গাজীপুর-৫ আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টির উর্মি, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো: আল আমিন দেওয়ান, গণফোরামের মো: সোহেল মিয়া, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র আখতারউজ্জামান ও বাংলাদেশ আওয়ামীলীগের মেহের আফরোজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ।

আগামী বৃহসপতিবার মনোনযনপত্র ক্রয় ও জমাদানের শেষ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *