গাজীপুরে শেখ রাসেল দিবসে নগর মাতার বর্ণাঢ‍্য আয়োজন

Slider গ্রাম বাংলা

ইসমাঈল হোসেন, গাজীপুরঃ বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান, শিশু শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে ১৮ অক্টোবর বুধবার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন।

দিনের শুরুতে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টায় নগর ভবন চত্বরে শিশু শেখ রাসেলের প্রতিক‍ৃতিতে সিটি মেয়র জায়েদা খাতুন শিশুদের সাথে নিয়ে পুষ্পার্ঘ‍্য অর্পণ করেণ। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ‍্য অর্পণ শেষে গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন সিটি কর্পোরেশনের হলরুমে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করা হয়।

জানা যায়, জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *