সৌদি আরব পুর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ঈদ পুর্ণমিলনী

সারাবিশ্ব

bnp2

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব পুর্বাঞ্চল কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে হারাস্থ কোকোপাম রেষ্টুরেন্টে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুর্ণমিলনী উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন খান।

প্রবাসী চট্রগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাকের এবং বিএনপি নেতা নেসার উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুর্ণমিলনী উদযাপন কমিটির সদস্য সচিব দাউদ সোবহানী বাপ্পী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পুর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহবায়ক, আলহাজ্ব কারী আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার জাকিউল হাসান মিরু, রিয়াদ মহানগর ও প্রবাসী বরিশাল জেলা বিএনপির সভাপতি গোলাম সারোয়ার, প্রবাসী চট্রগ্রাম জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, প্রবাসী বগুড়া জেলা বিএনপির মিজানুর রহমান পলাশ, আমিনুল ইসলাম চপল, প্রবাসী সিলেট জেলা বিএনপির সভাপতি মাওলানা ফুজায়েল আহম্মেদ, সৌদি আরব পুর্বাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, ডাক্তার এসোসিয়েশন রিয়াদের সাধারণ সম্পাদক ডাক্তার আলতাফ হোসেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের পরিচালনা পর্ষদের সদস্য ডাক্তার পারভেজ আলম, ডাক্তার সফিকুল ইসলাম, বিএনপি নেতা ডাক্তার মাহবুবুর রহমান, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, আইটি বিশেষজ্ঞ দেওয়ান রুপু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সোলাইমান, লিপ্টন কবির, তানভিরুল ইসলাম, গোলাম মোঃ নুরু।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোন একটি টিভি চ্যানেল বা দুই একজন ব্যক্তি নিয়ন্ত্রিত দল নয় বিএনপি বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া একটি গনতান্ত্রিক দল।

ক্ষেত্র বিশেষ বিএনপির আর সাংবাদিক পরিচয়  দিয়ে যারা প্রবাসে দলের মধ্যে বিভাজনের চেষ্টায় লিপ্ত ওই সমস্ত  গুটিকয়েক লোকের ব্যাপারে সতর্ক থাকার জন্য জিয়ার প্রকৃত সৈনিকদের প্রতি আহবান জানান।

এসময় শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর এবং বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *