তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি তো ভুল বলিনি : কাদের

Slider বাংলার মুখোমুখি


‘তলে তলে অনেক কিছু হচ্ছে’ এমন মন্তব্য করে ভুল করেননি বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তলে তলে আপস হয়েছে এমন মন্তব্য প্রসঙ্গে কাদের বলেন, ‘আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ- এ বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা, রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়।’

তিনি বলেন, ‘আমি কথাটা যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না? নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ের যে সেলফি তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।’

তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি আরো বলেন, ‘কেউ নিতে চাইলে নিক না। তলে তলে মানে ভেতরে ভেতরে। জনসভা যখন করব সেখানে একটু রস-কস লাগে। ‘খেলা হবে’ যে বলি সেটা কেন বলি? পাবলিক খায়। জনগণ যেটা চায় সেটাই হবে।’

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *