নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে ১৩৭ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে এক পাশ আঁকড়ে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুরের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। কিন্তু দুই ওপেনার প্যাভেলিয়নে ফিরে যান ৬ রান করেই। তিন নম্বরে নামা শান্ত এ পর্যন্ত ৭১ বল খেলে করেছেন ৬৬ রান। আছে ৯টি চারের মার।
এছাড়া তাওহীদ হৃদয় করেছেন ১৭ বলে ১৮ রান, মুশফিকুর রহিম করেছেন ২৫ বলে ১৮ রান আর মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন ২৭ বলে ২১ রান।
এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম করেন ৫ রান আর জাকির হাসান ফিরে যান ১ রান করেই।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫। মাহমুদুল্লাহর পতনের পর শান্তর সাথে যোগ দিয়েছেন মেহেদী হাসান, এখন পর্যন্ত ৫ বল খেলে করেছেন ৭ রান।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভণ্ডুল হয়ে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারী নিউজিল্যান্ড।