কালীগঞ্জে ২৮ লাখ ৫০ হাজার ৩ শত টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

Slider গ্রাম বাংলা


মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ৫টি বিষয়ে তিনশত জন প্রশিক্ষনার্থীর মাঝে ২৮ লাখ ৫০ হাজার ৩ শত টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকালে উপজেলার জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এম.পি), উপজেলা জাতীয় মহিলা সংস্থার অধীনে ৫টি বিষয়ের উপর তিনশত জন প্রশিক্ষণার্থীর মাঝে ২৮ লাখ ৫০ হাজার ৩ শত টাকার চেক বিতরণ করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।

অন্যদের মধ্যে বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী মো. সারোয়ার হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুল আলম, নাগরী ইউপি চেয়ারম্যান মো. অলীউল ইসলাম অলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সহ ৫টি বিষয়ে প্রশিক্ষণ নেয়া তিনশত জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *