বিএনপির মাথার মধ্যে কিলবিল করছে কখন ক্ষমতায় আসবে, আবার ক্ষমতায় আসলে পদ্মা সেতুর খুঁটি ভেঙ্গে বিক্রি করে খেয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শুক্রবার বিকেলে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয়, জিয়াউর রহমান তার সময়ে সাজানো নির্বাচন করেছে। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করে তারাই আজ গণতন্ত্রের কথা বলে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদেশি ভাড়া দালালদের সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করছে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, কারচুপি কাকে বলে কত প্রকার তা তারেক রহমান তা শিখিয়ে গেছেন। ২০০১ সালে ক্ষমতায় এসে এক হাওয়া ভবন দিয়ে বাংলাদেশের সব খালি করে দিয়েছে। দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আবার লন্ডনে বসে পুনরায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, কৃষি ও গবেষণা সম্পাদক আশরারুল হাসান আশু, সদস্য মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর শাহ খুশিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা।