অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন নাঙ্গলকোট থানার ওসি!

Slider টপ নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রীকে আবারও নির্বাচিত করতে বললেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। ইতোমধ্যে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২৯ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিও ফুটেজে ওসি ফারুক বক্তব্যে বলছিলেন, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে তাকে (কুমিল্লা -১০ আসনের এমপি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন, এটা আমার মন থেকে আপনাদের প্রতি মিনতি। কারণ মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন! পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না। বিদ্যুৎ ছিল না। তিনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন। এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। আপনাদের জন্যই সব করেছেন।’

মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন– নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

এ বিষয়ে ওসি ফারুক হোসেন বলেন, ‘এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, ‘তিনি কি বলেছেন আমি জানি না। আগে দেখতে হবে। তারপর বলতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *