৩ নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি, অভিযোগ বিএনপির

Slider রাজনীতি


ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ বিএনপির ৩ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাত ৮টার দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, সাভার যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান রাজধানীর আদাবর এলাকায় সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে শহিদুল, সুরজ্জামান ও মমিনুলকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ রোববার জানতে পারি তারা সাভার ডিবি কার্যালয়ে রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিপ্লব গণমাধ্যমকে বলেন, ‘আমাদের অফিসারদের নেতৃত্বে বিশেষ অভিযান চলছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তা এখনই বলতে পারছি না।’

এ বিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *