একজন মানবিক মনের মানুষ প্রবাসী নুরুল আমিন

Slider গ্রাম বাংলা


শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: একজন۔۔ মানবিক বোধসম্পন্ন মানুষ ,কুয়েত প্রবাসী নুরুল আমিন| মানবিক কাজে সম্পৃক্ত থেকে নিজে যেভাবে আনন্দিত হন পাশাপাশি পুরো পরিবারকে সব۔۔ সময় সেই উদ্যাগে জড়িয়ে রাখেন | করোনা কালে দীর্ঘ মেয়াদি ত্রান উপহার সামগ্রী দেন এলাকার গরিব ,অসহায়দের |সমাজে অবহেলিত সেসময় কর্মহীন۔۔ মানুষের পাশে দাঁড়ান| করোনাকালে লকডাউন ঘোষণা দিলে কর্মহীন۔۔ গরীব অসহায় মানুষের পাশে ত্রান উপহার নিয়ে পাশে থাকেন নুরুল আমিনের দেওয়া ত্রান সামগ্রী নিয়ে স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা |

পরিস্হিতির স্বীকার অনেক প্রবাসী পরিবারকে গোপনেও সহযোগিতা করেন |তিনি প্রবাসীদের জন্য অনন্য এক দৃষ্টান্ত | সে ধারাবাহিকতায় নিজ উপজেলা ময়মনসিংহের গফরগাও উপজেলার পাগলা থানা সহ পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদে শারীরিক প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত বেশ কয়েকজন অসহায় মানুষকে হুইল চেয়ার উপহার দিয়েছেন প্রবাসী রাসেল নুরুল আমিন | নুরুল আমিনের তার প্রতিক্রিয়ায় জানান মানববিক কাজ আমার কাছে ভালো লাগে শারীরিক প্রতিবন্ধী প্রিয় স্বজন ,দের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে হুইল চেয়ার উপহার দিতে পেরে ,আমি নিজেই অনেক আনন্দিত| মানবিক কাজে যে আত্মতৃপ্তি পেয়েছি ,যা কোনদিন ভোলার নয় এবং আমার আত্মায় অন্যরকম এক প্রশান্তি নেমে এসেছে,তা বলে বুঝানো যাবে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *