টঙ্গীতে ৮২ ডেঙ্গু রোগী, ২৪ ঘন্টায় ৩১ জন ভর্তি

Slider বাংলার মুখোমুখি


টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ৮১জন ডেঙ্গু রোগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাপসাতালে ভর্তি আছে। ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩১জন। গতকাল ভর্তি ছিল ৭১জন।

সোমবার(২৪জুলাই) শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাপসাতালের পরিচালক ডা: জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।

প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ঘন্টায় ৩১জন ডেঙ্গু রোগী ভতির্ হয়। এদের বাসা ঢাকা ও টঙ্গীর বিভিন্ন এলাকায়। ৩১জনের মধ্যে পুরুষ রোগী ২১ জন, মহিলা ৮জন ও শিশু রোগী ২জন। এদের বাসা চেরাগ আলী, মাছিমপুর, ঢাকা জেলার তুরাগ থানার কামারপাড়া, টঙ্গীর কলেজগেট, মাছিমপুর, মধুমিতা,ভরান, আরিচপুর, আলম মার্কেট, দত্তপাড়া, মিরাশপাড়া, মিলগেট, হোসেন মার্কেট, শিলমুন ও গোপালপুর।

মোট ভর্তি ৮২ জনের মধ্যে পুরুষ ৪৫জন, মহিলা ২৯জন ও শিশু ৮জন। ভালো হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭জন। তাদের মধ্যে পুরুষ ১৫জন, ও শিশু ২জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *