ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না : খালেদা জিয়া

Slider রাজনীতি

284834_159

 

 

 

 

মামলা নিয়ে সরকারের কোনো কূটচালে বিভ্রান্ত না হয়ে জোটনেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্য দিকে জোটের নেতারা স্পষ্ট করে বলেছেন, কোনো ষড়যন্ত্র করে বিএনপি প্রধানকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা হলে সেই নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নেবে না। এ েেত্র যেকোনো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখকে সামনে রেখে গত রাতে ২০ দলীয় জোট নেতাদের সাথে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। গুলশানে তার কার্যালয়ে রাত সোয়া ৯টায় এই বৈঠক শুরু হয়ে পৌনে ১১টায় শেষ হয়।
বৈঠক শেষে এক নেতা জানান, খালেদা জিয়ার মামলার রায়ে নেতিবাচক কিছু হলে জোটবদ্ধভাবে কর্মসূচি পালন করা হবে। এর আগে প্রতিটি দল সাংগঠনিকভাবে জোরালো প্রস্তুতি নেবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ ইসহাক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা (এনডিপি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে ওলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্র্যাটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *