পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি

Slider খেলা

টেস্ট ও ওয়ানডের লড়াই শেষ। পবিত্র নগরী সিলেটে আজ শুরু বাংলাদেশ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। কাল রাতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ক্যামেরার সামনে রশিদ খান ও সাকিব আল হাসান হাসলেন। ২ ম্যাচ শেষে কে জিতবেন এ শিরোপা সেজন্য এখন অপেক্ষা। যদিও এই সংস্করণে আফগানদের অতীত রেকর্ড সমৃদ্ধ। বাংলাদেশের বিপক্ষে ৯ সাক্ষাতের ছয়টিতেই জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে জেনে নেই দুদলের মধ্যে কিছু পরিসংখ্যান:

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ ১৫৫/৮

মিরপুর, ২০২২

আফগানিস্তান ১৬৭/৮

দেরাদুন, ২০১৮

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ ১১৫, মিরপুর, ২০২২

আফগানিস্তান ৭২, মিরপুর, ২০১৪

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ ১৯৪, মাহমুদউল্লাহ

আফগানিস্তান ১৪৯, মোহাম্মদ নবী

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ ৭০*, সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১৯

আফগানিস্তান ৮৪*, মোহাম্মদ নবী, মিরপুর, ২০১৯

সর্বোচ্চ জুটি

বাংলাদেশ ৮৪, মুশফিকুর ও মাহমুদউল্লাহ, দেরাদুন, ২০১৮

আফগানিস্তান ৯৯, উসমান গনি ও হজরতউল্লাহ জাজাই, মিরপুর, ২০২২

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ ১১, সাকিব

আফগানিস্তান ১৭, রশিদ খান

সেরা বোলিং

বাংলাদেশ ৪/১০, নাসুম আহমেদ, মিরপুর, ২০২২

আফগানিস্তান ৪/১২, রশিদ দেরাদুন, ২০১৮

সবচেয়ে বেশি ক্যাচ

বাংলাদেশ ৭, মাহমুদউল্লাহ

আফগানিস্তান ৫, রশিদ

সবচেয়ে বেশি ডিসমিসাল

বাংলাদেশ ৪, মুশফিকুর

আফগানিস্তান ২, মোহাম্মদ শাহজাদ ও রহমানউল্লাহ গুরবাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *