গাজীপুরে প্রিপেইড ইলেক্ট্রিক মিটার উৎপাদন কার্যক্রম উদ্বোধন

Slider জাতীয়

11100955_921488584564610_179928573038870070_n

 

 

 

 

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ডিজেল প্লান্ট লিমিটেড নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করছে প্রি পেইড ইলেক্ট্রিক মিটার। আজ দুপুরে এসব মিটার তৈরি কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এসময় প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশে ৮০ শতাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।সে লক্ষে আমাদের দরকার লোড ব্যবস্থাপনা করা এবং সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় মাঝে মাঝে আমাদের বিদুৎ বিভ্রাট হচ্ছে।এটাকে রোধ করার জন্য আমরা প্রিপেইড মিটার চালু করতে যাচ্ছি। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ডিজেল প্লান্ট এসব মিটার তৈরি করবে। এসময় প্রতিমন্ত্রীর সাথে বিডিপির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারি, সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লে. জেনারেল আনোয়ার হোসেনসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৬০ লাখ বিদ্যুতের গ্রাহক রয়েছে যা পর্যায়ক্রমে ডিজিটাল প্রি-পেইড মিটারে পরিবর্তন করা হবে।ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে আজিমপুর এনওসিএস এলাকায় ১০ হাজার মিটার স্থাপন করা হয়েছে।চীনা প্রযুক্তি নির্ভর এ কারখানা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা)লিমিটেড এবং বিডিপি যৌথ উদ্যোগে গঠিত হয়েছে। বর্তমানে এ কারখানায় ৬৫০টি মিটার সংযোজন ও টেস্ট করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *