পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ওবামার

Slider সারাবিশ্ব

obamaBG_778266233

ঢাকা: ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হলে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার (৩০ জুন) হোয়াইট হাউজে সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফের সঙ্গে এক যৌথ সংবাদসম্মেলনে তিনি এ হুমকি দেন।

এসময় ওবামা বলেন, তেহরানের উচিত যথাযথ ও শক্তিশালী এই চুক্তির শর্তগুলো মেনে নিয়ে তা সম্পাদন করা।

বর্তমানে চলছে পরমাণু আলোচনার দ্বিতীয় পর্ব। গত গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এ পর্ব। বেশ কিছু বিষয়ে এখনও সমঝোতা বাকি আছে বলে আলোচনা চলছে। ৩০ জুন এ পর্ব শেষ হওয়ার কথা থাকলেও সময় আরও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *