বাড়িভাড়া নির্ধারণে সরকারি স্বতন্ত্র কমিশন গঠনের নির্দেশ

Slider জাতীয় ঢাকা

High_Court_sm_395318795

ঢাকা: বাড়িভাড়া নির্ধারণে সরকারকে উচ্চ ক্ষমতা স্বতন্ত্র কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গঠনের পর এ সংস্থা এলাকাভেদে গণশুনানি করে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন।

একজন বিশিষ্ট আইনজ্ঞের নেতৃত্বে ছয় মাসের মধ্যে সাত সদস্যের ওই কমিশন গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।

বাড়িভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন কার্যকরের বিষয়ে জারি করা একটি রুলের রায়ে বুধবার (১ জুলাই) এ আদেশ দেন বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ১৭ মে বাড়িভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি ওই রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একই বছরের ২৫ এপ্রিল বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ কার্যকরের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়।

রিট আবেদনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসসহ বিভিন্ন বিধান থাকলেও বেশিরভাগ সময় বাড়ির মালিকরা সেটা পালন করছেন না।

এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারেও ভাড়া আদায় করা হচ্ছে না।

রিটের বিবাদী ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *