‘বিএনপি জনগণের দল,ষড়যন্ত্র করে ধ্বংস করা যাবে না’

Slider চট্টগ্রাম জাতীয়

ctg_map_bbnn_938020830

চট্টগ্রাম: বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। ’ শুক্রবার রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে নগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মনে করেছিল মামলা হামলা করে বিএনপিকে ধ্বংস করে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে। কিন্তু বিএনপি জনগণের হৃদয় থেকে মুছে যায়নি বরং জনগণের আরো কাছে এসেছে। বিএনপি এখন অনেক উজ্জীবিত। ’

৫ জানুয়ারির পর বিএনপির অনেকে হতাশাগ্রস্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারের রাষ্ট্রীয় বাহিনীর অত্যাচার,জেল জুলুমে অনেক নেতাকর্মী হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। কিন্তু আমি একদিনের জন্যও হতাশ হয়নি। কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপির উপর যত অত্যাচার নির‌্যাতন হবে বিএনপির সাংগঠনিক দক্ষতা তত মজবুদ হবে। তাই হতাশ হওয়ার কিছু নেই। ’

দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ বলেন, ‘বাংলাদেশের রাজনীতি,অর্থনীতি সবক্ষেত্রে দুর্বৃত্তায়ন চলছে। একদল দুবৃর্ত্ত এসব নিয়ন্ত্রণ করছে। এ দুর্বৃত্তায়ন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপির সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পূর্বেও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করেছে। আগামীতেও দেশনেত্রীর ডাকে সারা দিয়ে দেশ রক্ষায় এগিয়ে আসবে। ’

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে পরিচালনা করেছে। বিএনপি তৃণমূলের দল। তাই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। দেশের উন্নয়নে ও অস্তিত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। ’

আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিচ্ছে উল্লেখ করে মীর নাছির বলেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রীকে একাধিক মামলা দায়ের করা হচ্ছে,সিনিয়র নেতাদের মামলা দেওয়া হচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী হয় না। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ’

মামলা হামলাকে ভয় না করে দেশ রক্ষার আন্দোলনে সকলকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

বিএনপিকে ধাবিয়ে রাখা যাবে না উল্লেখ করে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘সরকার পুলিশ ও রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রাম বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণতান্ত্রিক আন্দোলন বন্ধের ইতিহাস পৃথিবীর কোথাও নেই। সুতরাং বিএনপির আন্দোলনও সরকার বন্ধ করতে পারবে না। ’

বিএনপিকে ভাঙতে আসলে সরকারই ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে সাবেক এ হুইপ বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতির হাতে গড়া দল। এ দলের সঙ্গে দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা আছে। তাই বিএনপি ধ্বংসের চিন্তা পাগলামি ছাড়া অন্য কিছু নয়। ’

তাই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কিভাবে এ সরকারকে উৎখাত করা যায় সেদিকে চিন্তা করার জন্য তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান সৈয়দ ওয়াহিদুল আলম।

বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের এ উপস্থিতি সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ প্রেরণাকে কাজে লাগিয়ে বেগম জিয়ার ডাকে আন্দোলনে ঝাপিয়ে পড়ে দেশকে রক্ষা করতে হবে। ’

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির শিশু বিষয়ক সম্পাদিকা বেগম রোজী কবির, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী,নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে অতিথি হিসেবে ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রাকেশ শর্মা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *