আপনারা কী করতে চাচ্ছেন, সেই খবর আমি রাখি: শামীম ওসমান

Slider ফুলজান বিবির বাংলা


নারায়নগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সব কার্যক্রমের খবর রাখেন বলে জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘বিএনপির ঢাকা বিভাগীয় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল ফতুল্লার ফাজিলপুর এলাকায়। এত বড় আয়োজন কোনো বড় জায়গাতে তারা করেন নাই। এসব বিষয় নিয়ে নানা প্রশ্ন ছিল। তারা অনেক দলীয় কার্যক্রম নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় করেছে, আমরা কিন্তু বাধা দেই নাই। বিএনপির যিনি খেলোয়াড় তিনি তখন দেশের বাইরে ছিলেন। খবর ছিল হামলা হতে পারে। তাই সংসদ ছেড়ে পাহারা দিতে এসেছিলাম।’

এমপি বলেন, ‘আমি হুঁশিয়ার করেছি, আপনারা কী করতে চাচ্ছেন তার খবর কিন্তু রাখি। তাই সতর্ক হোন। আগামীতে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জে একটি বাজে গেম চলছে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। তার সঙ্গে আমার দুই একবার কথা হয়েছে। সিদ্ধিরগঞ্জে একজন সাবেক সংসদ সদস্য আছেন। উনি অনেকগুলো খুনের সঙ্গে জড়িত। উনার প্রতিদ্বন্দ্বী মামুন মাহমুদ। এজন্য সাবেক এমপির ছেলেসহ আরও কয়েকজন মিলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিল। তিনি মারা গেলে এক. প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেয়া, দুই. বিএনপির সেক্রেটারি মারা গেলে দায়ভার আমাদের কাধে দেওয়া যেত।’

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান নারায়ণগঞ্জ উন্নয়নের বিষয়ে বলেন, ‘আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রোজেক্টগুলো হয়ে গেলে তোমাদের আর ঢাকায় যেতে হবে না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হবে নারায়ণগঞ্জ লিংক রোড। ঈদের পর এই রোডের কাজ শেষ হবে। এই রাস্তার পাশেই বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এই রোডের পাশেই আমরা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ করব। এর অপর পাশেই আমরা পলিটেকনিক ইনস্টিটিউট করব। এর পাশেই শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *