ইসি’র সাংবাদিক নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি

Slider বিনোদন ও মিডিয়া

নির্বাচনের সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক যে নীতিমালা প্রণয়ন করেছে তা প্রত্যাখ্যান করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

আজ বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল বলেন, ‘সংবাদ সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা মানে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার শামিল। এছাড়াও সুনির্দিষ্ট যে ৭ দফা দাবি জানানো হয়েছিল তার কোনটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। যাতে বিটে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ ও মর্মাহত। যদি নিজেদের মতো করে নীতিমালা করবেই কমিশন, তাহলে কেন সাংবাদিকদের ডেকে মতামত নেওয়া হলো? আমরা মনে করি আলোচনা করে নীতিমালা প্রণয়নের কথা বলে ইসি সাংবাদিকদের সঙ্গে প্রহসন করেছে।’

তিনি আরও বলেন, ‘এই নীতিমালা বাতিল করে সাংবাদিক সহায়ক নীতিমালা প্রণয়ন করতে হবে। নতুবা সাংবাদিকরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *