ছয় দিন পর করোনায় মৃত্যু দেখল দেশ

Slider জাতীয়


টানা ছয় দিন পর করোনায় মৃত্যু দেখল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে।

এর আগে রোববার (২৯ মে) করোনাভাইরাস শনাক্ত হয় ৪০ জনের দেহে।

শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১৫৯ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।

এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।

এদিকে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫৮৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৮২২ জনে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৬৪৪ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫০ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *