‘বাবুনগরী-মামুনুলদের গায়ে হাত দেয়া হলে ঢাকা চলো কর্মসুচী

Slider রাজনীতি
TOPSHOT – In this aerial picture taken on December 4, 2020, the Kutupalong camp for Rohingya refugees is pictured in Ukhia. (Photo by – / AFP)

ঢাকা: ‘জুনায়েদ বাবুনগরী, মুহাম্মাদ মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের গায়ে হাত দেয়া হলে দেশের মুসলমান ও আলেম সমাজ বসে থাকবে না’- ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য বিষয়ক বর্তমান প্রেক্ষাপট শীর্ষক বাংলাদেশ লেবার‌ পার্টির গোলটেবিল আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, তাহলে দেশের সকল তৌহিদী জনতাকে নিয়ে ঢাকা চলো কর্মসুচী দিয়ে অবরোধ করা হবে।

তিনি বুধবার দুপুরে ডিআরইউ’র অডিটরিয়ামে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ‍‘ইসলামের দৃষ্টিতে ভাষ্কর্য : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আওয়ামী লীগ অন্য দেশের ইন্ধনে মসজিদ নগরী ঢাকাকে ভাস্কর্যের নামে মুর্তির নগরীতে পরিণত করতে চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভাস্কর্যের নামে মুর্তি স্থাপন জায়েজ করতে আওয়ামী লীগ ও নাস্তিক-মুরতাদরা ফতোয়াবাজি করছে। ভাস্কর্যের নামে মুর্তি স্থাপন হিন্দুত্ববাদী ভারতের এজেন্ডা। এটা ১৮ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। শাহ জালাল, শাহ আলী, শাহ পরান ও খান জাহানের বাংলাদেশ হিন্দুত্ববাদী গৌর গোবিন্দের উত্তরসুরীদের মুর্তির দেশ হতে পারে না।

ডাঃ ইরান বলেছেন, লেবার পার্টি মনে করে ভাস্কর্য আর মুর্তি মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। আলেম ওলামা তৌহিদী জনতার আকাঙ্খা বিরোধী সকল চক্রান্ত মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ। কোনো মুসলমান মুর্তি বা ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারে না।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সিদ্দিকী দরবার শরীফের পীর সাহেব মাওলানা সালেহ সিদ্দিকী, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লেবার পাটির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট ফারুক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *