সব মহানগরে বিএনপির পদযাত্রা আজ

Slider রাজনীতি

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

মহানগরগুলো হলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর।

পদযাত্রা কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। সব মহানগরে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মহানগরের পদযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ, খুলনায় বরকত উল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে শামসুজ্জামান এবং রংপুরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন
এর আগে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরে পৃথক পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

বিদ্যুৎ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সরকারের পদত্যাগ সব মহানগর পদযাত্রা কর্মসূচি বিএনপি

এ সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, র‌্যাবকে ব্যবহার করায় তাদের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দেওয়া হয়েছে। এখন র‌্যাবের মতো পুলিশকেও ব্যবহার করছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা, বে-আইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। নেতাদের জেলে পাঠিয়েও বিএনপিকে আটকে রাখতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *