লিবিয়া উপকূলে গতকাল মঙ্গলবার জাহাজডুবিতে অন্তত ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ কিংবা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।
আইওএম জানিয়েছে, জাহাজটি ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কসর আলকায়ার থেকে ইউরোপ অভিমুখে রওনা দিয়েছিল। এতে প্রায় ৮০ জন আরোহী ছিল। জাহাজ থেকে ৭ জন সাঁতরে তীরে আসতে পেরেছেন।
লিবিয়ার রেড ক্রিসেন্ট ও স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। আর তীরে আসা ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউরোপ যাওয়ার জন্য অনেক অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে সমুদ্রপথ যাত্রা করছেন। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই তারা করুণ পরিণতি বরণ করছেন।