লিবিয়া উপকূলে জাহাজডুবি, ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Slider সারাবিশ্ব


লিবিয়া উপকূলে গতকাল মঙ্গলবার জাহাজডুবিতে অন্তত ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ কিংবা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।

আইওএম জানিয়েছে, জাহাজটি ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কসর আলকায়ার থেকে ইউরোপ অভিমুখে রওনা দিয়েছিল। এতে প্রায় ৮০ জন আরোহী ছিল। জাহাজ থেকে ৭ জন সাঁতরে তীরে আসতে পেরেছেন।

লিবিয়ার রেড ক্রিসেন্ট ও স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। আর তীরে আসা ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউরোপ যাওয়ার জন্য অনেক অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে সমুদ্রপথ যাত্রা করছেন। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই তারা করুণ পরিণতি বরণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *