জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে দুইদিন ব্যাপি দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

সারাবিশ্ব

jeddah consulate

রিয়াদঃ জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে দুইদিন ব্যাপি দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (১২জুন) বিকাল ৩টায় জেদ্দা কনস্যুলেটের শ্রম ইউং কতৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

গোলাম মসিহ তার বক্তৃতায় বলেন, এই কর্মশালা কনস্যুলেটে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারিদের পেশাগত দক্ষতা অর্জনে ভুমিকা রাখবে। কর্মশালায় দেয়া বক্তাদের বক্তব্য সবাইকে মনোযোগ দিয়ে শুনতে এবং অন্যান্য কর্মচারীদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮২ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুল বিষয় উপস্থাপন করেন জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসেন।

কর্মশালার দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (১৩জুন) কর্মশালায় আলোচনা রাখবেন রিয়াদ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম, জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (পলিট্রিক্যাল) আছিয়া খাতুন, কনসাল (হজ) আসাদুজ্জামানসহ দূতাবাস এবং কনস্যুলেটের উর্ধতন কর্মকর্তারা।

এছাড়াও শনিবার একজন সৌদি কুটনৈতিকেরও কর্মশালায় বক্তব্য রাখার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *