উত্তর কোরিয়ায় ফের রহস্যজনক ভূমিকম্প

Slider সারাবিশ্ব

 

155548North-and-South-Korea

 

 

 

 

 

আবারও রহস্যজনক কারণে কেঁপে উঠল উত্তর কোরিয়া। এবারে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৫।

এ পরীক্ষার সঠিক কারণ জানা না গেলেও পরমাণু পরীক্ষার ফলেই এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা।শনিবার সকালে এই কম্পন অনুভূত হয়। খুব কম গভীরতায় এই কম্পনের উৎসস্থল চিহ্নিত করা হয়েছে। উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব এলাকার হ্যামগিয়ং এলাকায় নিউক্লিয়ার সাইট পুঙ্গেরিতে এই পরমাণু পরীক্ষাটি হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে পারমাণবিক বোমা পরীক্ষা না করলেও আগের পরীক্ষার জেরে এমন ভূমিকম্প হতে পারে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ভূমিকম্পটি খুবই সাধারণ৷ পারমাণবিক সময় এই ধরণের ভূমিকম্প খুব স্বাভাবিক। গত সেপ্টেম্বর মাস থেকে একের পর এক পারমাণবিক পরীক্ষা চলছে। তার জেরেই এ ভূমিকম্প হতে পারে।

এর আগে, গত বুধবার গভীর রাতে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল কিমের দেশ।

মিসাইলটি পূর্বদিকে গিয়ে জাপান সাগরের কাছে গিয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা। নতুন ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে বিশ্লেষকরা বলছেন, এবার সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র এ ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *