চীনে জাহাজডুবি : ৪৩১ লাশ উদ্ধার

সারাবিশ্ব

ডেস্ক : চীনের ইয়াংজি নদীতে জাহাজডুবির ঘটনায় এ পর্যন্ত ৪৩১টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

নদীর বুকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের আঘাতে ডুবে যাওয়া পর্যটকবাহী জাহাজটিতে মোট ৪৫৬ আরোহী ছিল। এর মধ্যে জাহাজটির ক্যাপ্টেনসহ মোট ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাহাজটিতে অতিরিক্ত যাত্রী বহন, ত্রুটি বা অবহেলার কোনো বিষয় ছিল কি না— বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে যাত্রীদের স্বজনরা হুবেই প্রদেশের জিয়ানলিতে অবস্থান করছে। দুর্ঘটনাস্থলে ১৪০০-এরও বেশি পরিবারের সদস্যরা অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

জাহাজ কোম্পানির দুঃখ প্রকাশ

ডুবে যাওয়া ইস্টার্ন স্টার নামক জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গত শনিবার কোম্পানিটির জেনারেল ম্যানেজার জিয়াং ঝাও দুঃখ প্রকাশ করে বক্তব্য দেন।

এ ঘটনার তদন্তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *