রিয়াদে কেয়ার ফিউচার কোম্পানীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা টপ নিউজ সারাবিশ্ব

carefuture.3

সৌদি আরব ব্যুরো চীফ
রিয়াদঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের জনদরিয়া দিম কমিউনিটি সেন্টারে কেয়ার ফিউচার কোম্পানীর ঈদ পুনর্মিলনী ২০১৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঈদুল ফিতরের দিন বিকাল সাড়ে চারটায় শুরু হয়ে অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা শাখা) রিয়াদের সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরামকো’র প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদুর রহমান খান মাসুম, বিজ্ঞাপনী সংস্থা প্রিন্টটেক এর চেয়ারম্যান ইমাম হোসেন, রাজধানী প্রবাসী গ্রুপের চেয়ারম্যান মাওলানা নূর মোহাম্মদ, বেষ্ট উইসার গ্রুপের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফারুক প্রমুখ।
এসময় অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন, কোম্পানীর ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, অর্থ সম্পাদক জুবায়েদ ভুঁইয়া,কার্যকরি কমিটির সদস্য আবু ছাঈদ, হাফেজ জাফর আহমেদ, লুতফর রহমান, মিজানুর রহমান, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন মনির, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, প্রিন্ট টেক এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ আপেল, আজমির হোসেন মহাজন, নুরুদ্দিন, ওয়ালিউল্লাহ, ফারুক হোসেন, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস, মোঃ আলম, পারভেজ মারুফ,
হাফেজ জাফর আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো বেশ কয়েকটি প্রতিযোগিতা। প্রথমেই প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত। এতে অবিবাহিত দল ৪-১ গোলে বিজয়ী হয়। এর পর অনুষ্ঠিত হয় রশিটান বিবাহিত বনাম অবিবাহিত। এই খেলায় বিজয়ী হয় বিবাহিত দল। তার পরপরই অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙ্গা, রশিটান, ডুব সাতার এবং গুম প্রতিযোগিতা।
অনুষ্ঠানের ফাকে ফাকেই চলে গান আর কবিতা আবৃতি। কবিতা আবৃতি করেন রিয়াদের বিশিষ্ট আবৃতিকার মামুনুর রশীদ। ঈদের গান সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে আবু ছাঈদ এবং তার দল।
অনুষ্ঠানের শেষ পর্বে  আলোচনা সভার পুর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, রশিটান (বিবাহিত দল), প্রীতিফুটবল ম্যাচ (অবিবাহিত দল), হাঁড়ি ভাঙ্গা মোঃ ফারুক (১ম),সাইফুল ইসলাম অপুর্ব (২য়) এবং রিপন মিয়া(৩য়), ডুব সাঁতার নাজিম উদ্দিন(১ম),ইমাম হোসেন (২য়) এবং এনামুল হক (৩য়), গুম খেলায় বিজয়ী হয় জসিম উদ্দিন।
বক্তারা কেয়ার ফিউচার কোম্পানীর সাফল্যের প্রশংসা করে ভবিষ্যৎ চলার জন্য দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি ঈদ পুনর্মিলনী হলেও প্রায় সব বক্তার বক্তব্যেই উঠে আসে সাম্প্রতিক ফিলিস্তিন প্রসঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *