বেগমপাড়ায় বছরে ৬৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে: মেনন

Slider বাংলার মুখোমুখি

বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগের ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হলেও লুটপাট থেমে নেই। প্রতি বছর ৬৫ হাজার কোটি টাকা লুটে নিয়ে কানাডায় বেগমপাড়ায় পাচার হচ্ছে। সরকারের প্রশ্রয়ে এ টাকা লুটপাট করে পাচার করা হচ্ছে।

আজ সোমবার বিকেলে রাজবাড়ী রেলগেট চত্বরে রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টির আয়োজনে কমরেড রেজাউল করিম রেজার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার জিডিপি বৃদ্ধি করেছে সন্দেহ নেই। দেশের কৃষি খাতসহ সকল খাতেই উন্নয়ন হয়েছে। এরপরও আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। ব্যাংক, শেয়ার বাজার, শিল্প কারখানার দুর্নীতি, ইসলামী ব্যাংকগুলোর মধ্যে ৩ হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটছে।

রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে বিপ্লব কুমার রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টির আরবান আলী, মওলা বক্স, গোলাম কাদের, মনিরুজ্জামান সালাম, তাপস দত্ত, সুকুমার মন্ডল, এ্যাড. আরব আলী, এ্যাড. রফিকুল ইসলাম রফিক, সেলিম আহম্মেদ, সাহেব আলীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *