পদত্যাগ করা বিএনপির এমপিদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ১৫ ডিসেম্বর

Slider জাতীয়

সম্প্রতি পদত্যাগ করা বিএনপির এমপিদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)।
সোমবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

ইসি আলমগীর বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। এতে বিএনপির এমপিদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে বলে জানিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আমরা সভায় বসব। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, তার শিডিউল ঘোষণা করা হবে।

জাতীয় নির্বাচনের আগেই ছয়জন সংসদ সদস্যের পদত্যাগ বাড়তি চাপ সৃষ্টি করছে কি না? জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘না, আমরা কোনও চাপ অনুভব করছি না। আমাদের হলো রেফারির কাজ। আমরা মাঠ প্রস্তুত রাখব, গ্যালারি প্রস্তুত রাখব। সবকিছু প্রস্তুত রাখব, প্লেয়াররা খেলতে আসবেন।’

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগের সমাবেশে বর্তমান সংসদে থাকা বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা দেয়। এ ঘোষণার পরদিন রোববার জাতীয় সংসদে পদত্যাগপত্র জমা দিন বিএনপির এমপিরা।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেছেন দলটির সংসদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *