রাস্তার পাশে পড়েছিল ২৭টি মরদেহ

Slider সারাবিশ্ব


জাম্বিয়ার রাজধানী লুসাকার একটি এলাকায় রাস্তার পাশে ২৭টি মরদেহ ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে। ওই মরদেহগুলো ইথিওপিয়ার অভিবাসীদের বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি’র।

পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে বলেছেন, যাতায়াতের সময় তারা দমবন্ধ হয়ে মারা গিয়ে থাকতে পারে। তিনি বলেন, একজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তিনি ‘মুখ হা করে বাতাস নেয়ার’ চেষ্টা করছিল। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জাম্বিয়া অভিবাসীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে যারা দক্ষিণ আফ্রিকা যেতে চায়, তারা জাম্বিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে।

এমওয়ালে বলেন, রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় ওই মরদেহগুলো খুঁজে পান এনগুয়েরেরের বাসিন্দারা। পরে ওই মরদেহগুলোর কাছে পাওয়া শনাক্তকরণ ডকুমেন্ট দেখে পুলিশের বিশ্বাস হয়েছে যে তারা ইথিওপিয়ার নাগরিক হতে পারে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, আমরা প্রাথমিক তদন্তে ২৮ ব্যক্তির সন্ধান পেয়েছি। তারা সবাই পুরুষ। তাদের বয়স ২০-৩৮ বছরের মধ্যে। মরদেহগুলো জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হসপিটাল মর্গে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *