ঢাকার গোলাপবাগে সমাবেশ শেষ করে বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিকভাবে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ সময় কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনো নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাঙচুরের চেষ্টা করে; তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘ঢাকা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, ঢাকা শহরের সম্মানিত ২ কোটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশ অঙ্গীকারবদ্ধ। আমরা জনগণের জানমালের নিরাপত্তা জন্য দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। তাই সাধারণ মানুষের জানমালের কোনো রকম যেন ক্ষতি না হয়, তাদের ব্যক্তিজীবন এবং তাদের সম্পদের রক্ষা হয়; সেজন্য ডিএমপির প্রতিটি সদস্য নিবেদিতভবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন এবং সম্পদ রক্ষার যে দায়িত্ব আমাদের উপরে পড়েছে, আমরা সেটা করতে বাধ্য।’
পুলিশের প্রতিটি সদস্যকে সব সময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘দুই-তিন দিন আগেও পুলিশের সদস্যের লক্ষ্য করে এখানে ককটেল নিক্ষেপ করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। আমি এখানে এসে আমাদের পুলিশ সদস্যেদের ব্রিফ করছিলাম, উনারা যেন সর্বোচ্চ সতর্ক থাকে। জনগণের জানমালের কোনও ক্ষতি করতে না পারে এবং আমরা যারা দায়িত্ব পালন করছি, আমাদের যেন কোন ক্ষতি করতে না পারে। এ জন্য আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
রাজধানীতে সকাল থেকে যানবাহন চলাচল কম-এই প্রসঙ্গে বিপ্লব কুমার সরকার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন কোনো নিষেধের নির্দেশনা নেই। স্বাভাবিক জীবনযাপনের যা করার সবই করবে, কোনো সমস্যা নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসব বিষয়ে কাউকে কোনো বাধা দেয়নি।’