জুনের শেষ দিকে সৌদি আরবে তাপমাত্রা হবে ৬৫ডিগ্রী !

সারাবিশ্ব

1139574990

রিয়াদঃ আসছে পবিত্র রমজান মাসে সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা হতে পারে ৬৫ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১জুন) স্থানীয় একটি পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে আবহাওয়াবিদ আব্দুর রহমান আল ঘামদির বরাত দিয়ে বলা হয়, রমজান মাসে সৌদি আরবে সুর্যের তাপমাত্রা সরাসরি ৫০ডিগ্রী থেকে বেড়ে তা ৬৫তে আঘাত হানতে পারে।

এর আগে ১৯৮৩ সালে ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৫৬.৭ডিগ্রি সেলসিয়াস।

আল ঘামদি বলেন, “এ বছর ২১ জুন গ্রীষ্মকাল উত্তর গোলার্ধ দিয়ে প্রবেশ করবে আর তখন সূর্য কর্কট ক্রান্তির উপর উলম্ব অবস্থান করবে। আর এই কারণে সৌদি আরবের বিভিন্ন স্থানে অতিরিক্ত গরম অনুভূত হবে।

এছাড়া ভারতীয় আবহাওয়ার মতো বাতাসে আদ্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় গরমের পরিমান মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে। গরম বেশি হওয়ার আরো একটি কারণ হল, অতিমাত্রায় কার্বন নিঃসরণ হওয়া।

বিভিন্ন কল কারখানা ও গাড়ীর জ্বালানী হতে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ হওয়ায় পৃথিবীতে ভূমিকম্প, আগুন এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ দেখা দিচ্ছে মত দেন ঘামদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *