রেস্তোরাঁর চলন্ত মেঝেতে আটকে প্রাণ গেল শিশুর

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

 

 

1937

 

 

 

 

রেস্তোরাঁর চলন্ত মেঝের সাথে যুক্ত টেবিল ও দেয়ালের মাঝখানে শিশুটির মাথা আটকে গেলে সে মারাত্মক ভাবে আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায় সে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মর্মান্তিক ‌ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। ঘটনার পর থেকে আমেরিকার দ্য সান ডায়াল রেস্তোরাঁটি পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

“শিশুটি অন্যসব শিশুদের মতই চলাফেরা করছিল। হঠাৎ করেই সে নিজেকে আবিষ্কার করে ঘূর্ণায়মান মেঝে এবং দেয়ালের মাঝে আটকা পড়া অবস্থায়” শনিবার সাংবাদিকদের এমনটাই জানান পুলিশের কর্মকর্তা ওয়ারেন পিকার্ড ।

আটলান্টা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুটি আটকা পড়ার পর ওই রেস্তোরাঁর চলন্ত মেঝেটি স্বয়ংক্রিয়ভাবেই থেমে যায়। সেখানকার কর্মীরা শিশুটিকে ছাড়িয়ে আনতে সক্ষম হলেও তার মাথা এবং মস্তিষ্কে মারাত্মক চোট লাগে।

ওই রেস্তোরাঁটি ওয়েস্টিন হোটেলের ওপরে অবস্থিত। সেখান থেকে শহরটির ৩৬০-ডিগ্রী দৃশ্য দেখা যায় বলে আটলান্টার অন্যতম আকর্ষণীয় একটি এলাকা সেটি। -বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *