বেলজিয়ামকে হারাতে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়ান কোচ

Slider খেলা


কাতার বিশ্বকাপের আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে। মুখোমুখি গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবং তৃতীয় হওয়া দল বেলজিয়াম। নক আউটে যেতে এই ম্যাচের লড়াইয়ে যে কোনো একটি দলকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হতে পারে। ‘এফ’ গ্রুপের এই ম্যাচে আজ ড্র দরকার ক্রোয়েটদের।

অন্যদিকে বেলজিয়ামকে জিততেই হবে। হারলেই বিদায়। তবে ক্রোয়েশিয়ান কোচ জ্লাতকো দালিচ কোনোভাবেই অন্য রেজাল্ট চিন্তা করছেন না, জয় ছাড়া। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গত বিশ্বকাপ থেকে দলের সাথে থাকা কোচটি বলেন, ‘আমরা কেনো জয়ের চিন্তা করবো না। আমাদের পূর্ণশক্তি আছে বেলজিয়ামকে হারানোর। চাপে তো আমরা নই। আছে প্রতিপক্ষরা।’

তবে ম্যাচটি উপভোগ করতে চান কোচ দালিচ। জানান, ‘আমি আমার দলের খেলোয়াড়দের যোগ্যতা এবং সামর্থ্য সম্পর্কে অবগত। আমরা তাই এই ম্যাচে সর্বোচ্চটা দিয়েই জয় পেতে চাই। তা পুরোপুরি দেশের জন্যই। জয়ে প্রমাণ করতেও চাই আমরা বিশ্বের অন্যতম সেরা দল।’

কোচ অবশ্য স্বীকার করলেন বেলজিয়াম অনেক কঠিন প্রতিপক্ষ। তার মতে, ‘অবশ্যই টাফ একটি ম্যাচ হবে আমাদের। তবে গত দু’ম্যাচে আমি বেলজিয়াম দলের দুর্বলতা দেখেছি। তা কাজে লাগিয়েই জিততে চাই। আমরা কোনোভাবেই এক পয়েন্টের জন্য মাঠে নামবো না।’

দলের ফুটবলার কোভোসিচ উল্লেখ করেন, ‘আমরা কানাডার বিপক্ষে যে খেলা উপহার দিয়েছি সেটাই প্রদর্শন করতে চাই বেলজিয়ামের বিপক্ষে।’

এদিকে বেলজিয়ামের কোচ মার্টিনেজও আশাবাদী আজ জিতে পরের রাউন্ডে যেতে। জানান, ‘আমার পূর্ণ আস্থা আছে দলের ওপর। তারা পারবে আজ কাঙ্ক্ষিত জয় তুলে আনতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *