আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চেয়ার মাথায় নিজেকে রক্ষার চেষ্টায় নেতারা

Slider রাজনীতি


সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আট বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবকসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা বিএডিসি মাঠে কেন্দ্রীয় নেতা-কর্মীরা সম্মেলন মঞ্চে উঠার পর আওয়ামী লীগের আরেক পক্ষের কর্মীরা মঞ্চের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় চেয়ার মাথায় নিয়ে রক্ষা পান মঞ্চে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা।

দিরাই উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে একটি দল সম্মেলন শুরু হওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রাণ বাঁচাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যকর নির্বাহী কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডনসহ অন্য নেতা-কর্মীরা চেয়ার মাথায় তুলে রক্ষা পান। পরে পুলিশ এসে তাদের নিরাপদে মঞ্চে থেকে নামিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আবার সম্মেলন শুরু হয়।

এ সময় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য জয়া সেন ও মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন, সম্মেলনের শুরুতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক, সম্মেলন চলছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছেন, যারা এই কাজ করে তারা আওয়ামী লীগের কেউ নয়, বিএনপির এজেন্ট।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্মেলন শুরুর পরপর কিছু ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সম্মেলন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *