ক্ষুধার ঝুঁকিতে সাড়ে ৩৪ কোটি মানুষ : জাতিসংঘ

Slider সারাবিশ্ব


বিশ্বের সাড়ে ৩৪ কোটি মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড বিসলি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি এ কথা বলেন।

ডেভিড বিসলে বলেন, ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই সংখ্যা আও বাড়বে।

তিনি বলেন, করোনার শুরুর দিকে বিশ্বে যত মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল, করোনার আড়াই বছরে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

‘বর্তমানে বিশ্বের অন্তত ৪৫টি দেশে দুর্ভিক্ষ পরিস্থতির সৃষ্টি হয়েছে। বর্তমানে খাদ্যপণ্যের মূল্য যে হারে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকট শুরু হবে।’

জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথও জানান, এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দরিদ্র দেশে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় পরিস্থিতি দেখা দিয়েছে। সোমালিয়ায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *