আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আবারো ভয়াবহ সংঘর্ষ

Slider সারাবিশ্ব


আর্মেনিয়ার উস্কানিতে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে আবারো ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে জানান হয়, আর্মেনিয়ার সামরিক বাহিনী দাসকাসান, কালবাজার এবং লাচিনের কাছাকাছি বিশাল অঞ্চলজুড়ে উস্কানি দিয়েছে। তারা বার বার বলে আসছিল যে আর্মেনিয়ান সামরিক বাহিনীর অন্তর্ঘাত গ্রুপ আজারবাইজানের সামরিক বাহিনীর ভূমি এবং সড়কগুলোতে মাইন স্থাপন করেছে।

মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ান সৈন্যরা সতর্কতা অবলম্বনের চেষ্টার করতে গেলে এই সংঘর্ষ বাধে।

আর্মেনিয়ান সামরিক বাহিনী দাসকাসান, কালবাজর এবং লাচিন অঞ্চলে আজারবাইজানের অবস্থানগুলোতে বাসাগেসার, ইসতিসু, কারাকিলিস ও গরুস থেকে ছোট ছোট কামান এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায়।

উল্লেখ্য, নার্গানো কারাবাখ অঞ্চল নিয়ে এক দশক ধরে বিরোধের জেরে ২০২০ সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল।

সূত্র : ডেইলি সাবাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *