কাপাসিয়ায় গনপিটনিতে একজন নিহত ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Slider টপ নিউজ

kill00_103314297

গাজীপুর: জেলার কাপাসিয়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। একই উপজেলায় পৃথক ঘটনায় ডাকাত সন্দেহে জনতা একজনকে গণপিটুনি দিলে হাসাপাতালে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৫ মে) ভোররাতে কাপাসিয়া উপজেলার বরুন ও বড়ইবাড়ি গ্রামে ওই দুটি ঘটনা ঘটে।

বরুন গ্রামে ডাকাত সন্দেহে নিহত ব্যাক্তির নাম মোতালেব মিয়া(৩৫)। তার বাড়ী স্থানীয় পাপালাচা মসজিদ এলাকায়।

পুলিশ জানায়, রাতে ডাকাত সন্দেহে জনতা ওই ব্যাক্তিকে ধরে গনপিটুনি দেয়। পুলিশ তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা হাসপাতালে আনলে ডাক্তাররা তাকে
মৃতু ঘোষনা করেন।

এদিকে কাপাসিয়ার উপজেলার সিংহস্রী ইউনিয়নের  বড়ইবাড়ি গ্রামে জনৈক সুলতান উদ্দিন মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে।

সুলতান মাস্টারেরর ছেলে সেলিম মিয়া বাংলানিউজকে জানান, রাত আনুমানিক ২টার দিকে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। সীমানা দেয়ালের কাঁচ টপকিয়ে ডাকাত দল
বাড়ির ভেতরে প্রবেশ করে জানালা ও দরজা ভেঙ্গে ডাকাতি করে। ডাকাতরা ৫ ভরি সোনা, নগত প্রায় ৬০ হাজার টাকা, কাপড় চোপড় ও একটি মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতের আক্রমনে সামান্য আহত হন সেলিম। ঘটনার পর স্থানীয় সিংহস্রী পুলিশ ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ  সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয় গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *