দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৪১ হাজি

Slider সারাবিশ্ব


পবিত্র হজপালন শেষে একদিনে আরও ২ হাজার ৯৬১ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে সোমবার (১ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৪১ হাজি।

সোমবার (১ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত মোট ১২৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৬টি ফ্লাইট রয়েছে।

হেল্প ডেস্ক আরও জানিয়েছে, ১ আগস্ট পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ শতাংশ, সৌদিয়া পরিবহন করেছে ৪২ শতাংশ এবং ফ্লাইনাস পরিবহন করেছে ৬ শতাংশ।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়।

ফিরতি ফ্লাইট শেষ হবে বৃহস্পতিবার (৪ আগস্ট)।

হেল্প ডেস্ক আরও জানায়, চলতি বছর সৌদি আরবে মোট ২৫ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *